১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১, ১৩ শাবান ১৪৪৬
`

আশুলিয়ায় ইয়াবাসহ ৩ মাদককারবারি আটক

- ছবি : নয়া দিগন্ত

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় অভিযান চালিয়ে বারো শ’ পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার খেজুরটেক সেনাপল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন ঢাকার আশুলিয়া থানাধীন ধলপুর এলাকার মো: বাদশা মিয়ার ছেলে মো: আরিফ মিয়া (৩২) ও তার স্ত্রী মোসা: মিতানুর বেগম (২৬) এবং শরীয়তপুরের জাজিরা থানার গুলারচর এলাকার মো: দেলোয়ার হোসেনের ছেলে মো: আল আমিন (২২)।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে আশুলিয়ার খেজুরটেক সেনাপল্লী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালানোর চেষ্টা করে। পরে এক নারীসহ তিনজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজতে থাকা এক হাজার দুই শ’ ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য তিন লাখ ৬৩ হাজার টাকা।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নূর আলম সিদ্দিকী জানান, আটকরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে নানা কৌশলে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দরে বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
আয়নাঘর দেখার পরও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করছে : আসিফ মাহমুদ আবু সাঈদকে প্রাণঘাতী ধাতব গুলি ব্যবহার করে হত্যা করা হয়েছে : জাতিসঙ্ঘ প্রতিবেদন ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ জুলাই আন্দোলনে হামলা : ছাত্রলীগের বিরুদ্ধে জাবি ছাত্রদলের মামলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত ৮ দল ইজতেমায় ডেভিল পেলে ধরিয়ে দিন : জিএমপি কমিশনার আবারো ববি ভিসির কার্যালয়ে তালা, পদত্যাগ দাবি সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ভাড়া কমালো বিমান রমজানে সহনীয় থাকবে ডিম ও মুরগির দাম রংপুরে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

সকল