১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১, ১৩ শাবান ১৪৪৬
`

‘ফ্যাসিস্ট সরকার দেশের কৃষিকে ধ্বংস করেছে’

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আফরোজা খান রিতা - ছবি : নয়া দিগন্ত

ফ্যাসিস্ট সরকার দেশের কৃষিকে ধ্বংস করেছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা বলেছেন, ‘পতিত আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার দুর্নীতি আর কৃষি সরঞ্জামের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি করে এদেশের কৃষি খাতকে ধ্বংস করে গেছে। এরার কৃষকদের জেগে উঠার সময়।’

বুধবার (১২ ফেব্রুয়ারি) মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর তীরে কৃষক সমাবেশ উপলক্ষ্যে জেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় সভায় বিশেষ অতিথি ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিব্নাহ কবীর, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ বিএনপি ও কৃষকদলসহ অঙ্গসংগঠনের কেন্দ্রীয়, জেলা এবং উপজেলা নেতারা।

আফরোজা খান রিতা বলেন, ‘কৃষি প্রধান বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম কৃষকদের মর্যাদা দিয়েছেন। কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রবর্তন করেন তিনি। কৃষি পণ্য রফতানি শুরু করেছিলেন। কৃষকদের ঘর থেকে অভাব দূর করে সমৃদ্ধি এনেছিলেন। এদেশের কৃষকরা শহীদ জিয়াকে তাদের সন্তান, ভাই মনে করতেন। তিনিই ছিলেন কৃষকদের প্রকৃত নেতা। এদেশের কৃষকদের হৃদয়ের প্রতীক হচ্ছে ধানের শিষ। আর আগামীতে বিজয়ের প্রতীকও হবে ধানের শিষ।’

কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, ‘আমরা বিগত তিন মাসে সারা দেশে চার হাজারেরও বেশি কৃষক সমাবেশ করেছি। আমরা তৃণমূলের কৃষকদের সুখ-দুঃখের কথা শুনেছি। আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি আরিচা যমুনার তীরে ঐতিহাসিক কৃষক মহাসমাবেশে তাদের কথাই বলা হবে।’

এ সময় বক্তারা বলেন, ‘পাঁচ লাখ কৃষকের সমাবেশের লক্ষ্যে সারাদেশ থেকে কৃষকরা একত্রিত হবেন। এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন, পাশাপাশি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা এই সমাবেশে অংশ নেবেন।’

বক্তারা আরো বলেন, ‘সমাবেশের মূল উদ্দেশ্য হলো কৃষকদের সমস্যা সমাধান এবং তাদের জন্য সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেয়ার দাবি জানানো। এ সময় কৃষকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।


আরো সংবাদ



premium cement

সকল