নারায়ণগঞ্জে এক দিনে ৫২ জন গ্রেফতার
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫২
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691877_157.jpg)
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ১২ জন এবং অন্য মামলায় আরো ৪০ জনসহ মোট ৫২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম জানান, আসামিদের বিভিন্ন মামলায় আদালতে পাঠিয়েছে সংশ্লিষ্ট থানা।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন যুবলীগ নেতা মো: শাহাদাত হোসেন (৩২), যুবলীগ কর্মী সুমন (৩৯), আওয়ামী লীগের সদস্য মো: রাসেল (৩১), সাবেক বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক আ: সালাম (৬৬), বন্দর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: শাহীন সরকার (৫৫), বন্দর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সহ-সভাপতি মো: আলমগীর হোসেন মাসুদ (৩১), সদস্য মো: জসিম উদ্দিন (৪০), ভুলতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মো: রনি হোসেন (২২), আওয়ামী লীগের কর্মী বাসেদ মিয়া (৪২), রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো: আব্দুল আলিম সরকার (৫৮), আড়াইহাজার পৌরসভা আওয়ামী লীগের সদস্য মোতালেব মিয়া (৪০) ও জাহাঙ্গীর আলম রানা (৩৬)।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা