রায়পুরায় চুরি হওয়া মোবাইল কুরিয়ারের মাধ্যমে ফেরত পেলেন ইউপি সদস্য
- রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫১
নরসিংদীর রায়পুরার আমীরগঞ্জ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য আবুবকর তার চুরি হওয়া মোবাইল ফেরত পেয়েছেন। সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মোবাইলটি ফেরত পাঠায় চোর চক্রের সদস্যরা।
জানা গেছে, উপজেলার জামিয়া ইসলামিয়া আরাবিয়া দক্ষিণ মির্জানগর মাদরাসা বার্ষিক ইসলামি মহাসম্মেলনে মোবাইল চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। পুলিশ ট্র্যাকিংয়ের মাধ্যমে মোবাইলের অবস্থান সনাক্ত করতে পারলে চোর চক্র মোবাইলটি কুরিয়ারে ফেরত পাঠায়।
ইউপি সদস্য আবুবকর বলেন, গত ২৮ ডিসেম্বর স্থানীয় মাদরাসার মাহফিল থেকে মোবাইল চুরি হয়। মঙ্গলবার কুরিয়ারের মাধ্যমে মোবাইল ফোনটি হাতে পেলাম। পুলিশ টিমকে ধন্যবাদ ফোনটি উদ্ধার করার জন্য।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা