মির্জাপুরে ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়কসহ গ্রেফতার ২
- মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
- ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩২
অপারেশন ডেভিল হান্টের চতুর্থ দিনে টাঙ্গাইলের মির্জাপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার সাবেক আহ্বায়কসহ দু’নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ফেনী পৌরসভার মরহুম নুরুল ইসলামের ছেলে ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নুর আলম ভূইয়া রাজা (৩৪) এবং মির্জাপুর উপজেলার নাজিরপাড়া গ্রামের জামান মিয়ার ছেলে গোড়াই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দুরন্ত মিয়া (২১)।
পুলিশ জানায়, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নুর আলম ভূইয়া রাজা দীর্ঘদিন ধরে মির্জাপুর উপজেলার কুড়িপাড়া এলাকায় স্বজনের বাড়িতে আত্মগোপনে ছিলেন। পুলিশ ‘ডেভিল হান্ট অপারেশন’ চালিয়ে কুড়িপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করে।
একই দিনে উপজেলার নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ছাত্রলীগ নেতা দুরন্তকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোশারফ হোসেন বলেন, ‘অপারেশন ডেভিল হান্টের চতুর্থ দিনে দু’ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা