১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১, ১২ শাবান ১৪৪৬
`

ফরিদপুরে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৯

গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের বিভিন্ন উপজেলায় ডেভিল হান্টের বিশেষ অভিযানে মঙ্গলবার সকাল পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন ভাঙ্গা উপজেলার আওয়ামী লীগের সক্রিয় কর্মী পল্লীবেড়া গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমান (৩১), একই উপজেলার তুজারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমাদ্দারপাড়া গ্রামের বাসিন্দা আয়ুব ভূঁইয়া (৬৪), ভাঙ্গা পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পৌরসদরের কোটপাড়া এলাকার বাসিন্দা শাহিনুর আলম (৫০) ও নগরকান্দা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাগলদী গ্রামের বাসিন্দা কামরান মাতুব্বর (৩০), একই উপজেলার লস্করদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস (৪০) এবং আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল মেম্বার (৫৮), একই উপজেলার বারাংকুলা গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের সক্রিয় কর্মী শেখ সেলিম ওরফে সেলিম ভেন্ডার (৪৫), মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা শাকির আহম্মেদ টোকন (৫৮) ও কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কামারখালী গ্রামের বাসিন্দা মো: তারেক ওরফে শান্তকে (৪৫)।

জেলা পুলিশ সূত্র জানায়, গ্রেফতার হওয়া আসামিদের গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা, বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন মামলায় মঙ্গলবার সকাল পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। ‘ডেভিল হান্ট’ অংশ হিসেবে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) বলেন, ‘আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’


আরো সংবাদ



premium cement
টিকিট সিন্ডিকেট ভাঙার খবরে স্বস্তি বাংলাদেশে আদানিকে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহের আহ্বান আবরার হত্যা মামলায় হাইকোর্টে তৃতীয় দিনের শুনানি সাবেক মেয়র আতিকসহ ৬ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ বাংলাদেশ-ভিয়েতনাম সরাসরি বিমান চলাচল নিয়ে আলোচনা রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত মানিকগঞ্জে থানায় দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু সোনারগাঁওয়ে ধরা পড়ল ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ তরুণদের হাত ধরেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে : যুব ও ক্রীড়া উপদেষ্টা সাড়ে ১৬ হাজার গায়েবি মামলা প্রত্যাহার হচ্ছে : আইন উপদেষ্টা তৌহিদী জনতাকে হুমকি নয়, সতর্ক করেছি : উপদেষ্টা মাহফুজ

সকল