আশুলিয়ায় কারখানাশ্রমিকের ঝুলন্ত লাশ, শ্রমিকদের বিক্ষোভ
- তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)
- ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫০
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি তৈরী পোশাককারখানার ভেতরে মোস্তফা নামের এক শ্রমিক গলায় ফাঁসি দিয়ে আত্মাহত্যা করেছেন। এ ঘটনায় হত্যাকাণ্ড সন্দেহে পোশাককারখানাটির মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার খেজুরবাগান এলাকার রেডিয়ান্স জিন্স লিমিটেডেট কারখানায় এ ঘটনা ঘটে।
এখনো নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তিনি রেডিয়ান্স ফ্যাশন লিমিটেডের অষ্টম তলায় ফিনিশিং বিভাগে চাকরি করতেন বলে জানা গেছে।
শ্রমিকরা জানায়, নিহত মোস্তফা ফিনিশিং বিভাগে কাজ করতেন। সকালে কারখানার ভেতরে মোস্তফার ঝুলন্ত লাশ দেখতে পায় শ্রমিকরা। এ খবর পুরো কারখানার শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে শ্রমিকরা হত্যাকাণ্ড সন্দেহে কারখানার কাজ বন্ধ করে মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তারা কারখানার অ্যাসেম্বলিতে অবস্থান নেয়। তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে শ্রমিকরা অভিযোগ করেন।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
আশুলিয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামসুল হক বলেন, ওই কারখানার ভেতরে এক শ্রমিক আত্মহত্যা করেছেন। এরপর থেকে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ করছেন। এখানে শিল্প-পুলিশ-১-এর একটি টিম ও সেনাবাহিনীর একটি টিম কাজ করছেন। আমরা কারখানার বাইরে অবস্থান করছি। বিস্তারিত পরে জানানো হবে।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, কারখানার ভেতরে অষ্টম তলায় ইন্সপেকশন রুম থেকে ওই শ্রমিকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। তবে এখনো কারখানার কর্মরত শ্রমিকরা লাশ বের করতে দেননি। রাতে কারখানা বন্ধ হওয়ার পর সে কখন কারখানায় প্রবেশ করেছে তা কারখানা কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি। ময়নাতদন্তের মাধ্যমে ওই শ্রমিকের মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা