১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১, ১১ শাবান ১৪৪৬
`

আশুলিয়ায় দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার

- ছবি : প্রতীকী

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাট থেকে এক রশিতে ঝুলন্ত অবস্থায় দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার জামগড়ার কাঁঠালতলা এলাকার আফাজ উদ্দিনের মালিকানাধীন পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তবে তারা কী কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

নিহতরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার বড়ইতলা গ্রামের মোস্তফার ছেলে মো: শাওন এবং একই উপজেলার জমাদ্দার বাড়ি গ্রামের শাহ-আলম মাতব্বরের মেয়ে হাফিজা। তারা দু’জনেই আশুলিয়ার দ্যা রোজ ড্রেসেস নামের একটি পোশাককারখানায় চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় পাঁচ মাস আগে ওই দম্পতি আশুলিয়ার কাঁঠালতলা এলাকার আফাজ উদ্দিনের পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে স্থানীয় একটি পোশাককারখানায় চাকরি করতেন। প্রতিদিনের মতো সকালে তারা কারখানায় চলে যান এবং রাতে বাসায় ফিরে আসেন। রাতেই তাদের কক্ষে একই রশিতে তাদের লাশ ঝুলছে দেখে প্রতিবেশীরা বাড়িওয়ালাকে খবর দেন। পরে বাড়িওয়ালা পুলিশে খবর দিলে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দম্পতির লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে বাড়িওয়ালা আফাজ উদ্দিন জানান, তাদের মধ্যে কখনো পারিবারিক কলহ হয়েছে তা দেখা যায়নি। ঋণ ছিল কি-না তাও কখনো শুনিনি। কিন্তু কী কারণে তারা এই পথ বেছে নিলো জানা নেই।

আশুলিয়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) জসিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে তারা আত্মহত্যা করেছে, এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ নারী দলের প্রধান কোচ হলেন সরোয়ার ইমরান বাংলাদেশ ও সৌদির মধ্যে আমদানি-রফতানি কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ শেখ হাসিনা দেশ অস্থিতিশীল করলে দায় ভারতের : মামুনুল হক খুলনায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বিশেষ সেল গঠন করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অপারেশন ডেভিল হান্ট : কারমাইকেল কলেজ ছাত্রলীগ নেতা গ্রেফতার চুরির দায়ে এমপি-মন্ত্রীদের হাত কর্তন করলে বাংলাদেশ চোরমুক্ত হবে : চরমোনাই পীর তানযীমুল উম্মাহ হেফজ মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জনপ্রশাসনে আচরণগত পরিবর্তনে সুপারিশ কমিশনের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা কুটি মোল্লা গ্রেফতার দোহারে সাব-রেজিস্ট্রার অফিসে তালা দিল দলিল লেখকরা

সকল