শ্যামপুরে জুতার কারখানায় আগুন
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691603_156.jpg)
রাজধানীর শ্যামপুরে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
মঙ্গলবার ভোর ৫টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাজধানীর কদমতলীর ১১ নম্বর লাল মসজিদ রোডের শ্যামপুর বিসিকে ৬ নম্বর রোডের ১৪ নম্বর প্লটে পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিং কারখানা মজুমদার ট্রেডার্সে ভোরে আগুন লাগে। ৫টায় খবর পেয়ে ৫টা ৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
এরপর পোস্তগোলা, সূত্রাপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের সাতটি ইউনিট কাজ করে। সকাল ৭টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে কারখানার সব কাঁচামাল পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা