১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১, ১০ শাবান ১৪৪৬
`

ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

- ছবি : প্রতীকী

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী খুরশিদ মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মঠখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খুরশিদ মিয়া পাশের কাপাসিয়া উপজেলার আড়ালিয়া গ্রামের বাসিন্দা।

পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হানিফ মিয়া দুর্ঘটনায় নিহতের তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পাকুন্দিয়া থানার এসআই হানিফ মিয়া জানান, রোববার বিকেলে খুরশিদ মিয়াসহ তিনজন একটি মোটরসাইকেলযোগে পাকুন্দিয়া থেকে কাপাসিয়ার দিকে যাচ্ছিলেন। পাকুন্দিয়া-মঠখোলা সড়কের মঠখোলা বাজার সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে খুরশিদ মিয়াসহ দুজন মোটরসাইকেল যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় খুরশিদ মিয়াসহ দুজনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খুরশিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement