জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না : শহিদুল ইসলাম বাবুল
- বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
- ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৮
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691134_163.jpg)
‘মানুষের ভাগ্য ও ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলবেন না’ হুশিয়ারি দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, ‘বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিয়ে আর কোনো ষড়যন্ত্র ও ছিনিমিনি খেলতে দেয়া হবে না।’
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর কাজী সিরাজুল ইসলাম অ্যাকাডেমি মাঠে কৃষক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে শহিদুল ইসলাম খান বাবুল বলেন, ‘গত ৫ আগস্ট হাসিনা পালিয়েছে, বাংলাদেশের রেজিম পরিবর্তন হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। জিনিসপত্রের দাম কমেনি। জনগণের নিরাপত্তা নিশ্চিত হয়নি, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়নি। জনগণের সরকার, জনগণের ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তালবাহানা হচ্ছে। কোনো রকম তালবাহানা আমরা সহ্য করবো না। ভালোয় ভালোয় নির্বাচিত সরকারের ব্যবস্থা করবেন। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন। না হলে আমরা মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে মাঠে নামতে বাধ্য হব।’
তিনি বলেন, এ দেশের কৃষক মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলিয়ে ন্যায্য মূল্য পায়নি, তারা তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে পারেনি। আর ১৭ বছর এদেশের একশ্রেণি রাজনৈতিক, একশ্রেণি আমলা দুর্নীতি করে ফুলে ফেঁপে উঠছে। আমরা যদি মানুষের ভোটে ক্ষমতায় যেতে পারি তাহলে আমাদের প্রথম কাজ হবে এ দেশের কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করা। আমরা সরকার গঠন করতে পারলে এ দেশের কৃষকদের ভাগ্য উন্নয়নে আধুনিক কৃষি যন্ত্রপাতি আমদানি করা হবে, বিনা সুদে বা স্বল্পসুদে কৃষি ঋণের ব্যবস্থা করা হবে।’
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
বোয়ালমারী উপজেলা কৃষকদলের আহ্বায়ক লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
কৃষক সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন- ফরিদপুর মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুন আর রশিদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো: মুরাদ হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য আমিনুল ইসলাম, সহ-সাংস্কৃতিক সম্পাদক পারভেজ রেজা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল হাসান (মিয়া হাসান) ও উপজেলা বিএনপির নেতা জাহাঙ্গীর আলম মুকুল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা