কিশোরগঞ্জে সোয়াইজনী টি-২০ ক্রিকেট শুরু
- নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
- ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৯
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691125_146.jpg)
কিশোরগঞ্জের নিকলীতে সোয়াইজনী স্পোর্টস ক্লাবের উদ্যোগে ‘সোয়াইজনী টি-২০ ক্রিকেট ২০২৫’ শুরু হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে এই টুর্নামেন্ট শুরু হয়। এতে উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু।
আট দলের এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ভাটিবড়াটিয়ার শহীদ জিয়া স্মৃতি সঙ্ঘকে (৮৪) ৭ উইকেটে হারিয়েছে পঙ্খিরাজ ক্লাব পূর্ব নিকলী (৮৫)। ম্যাচসেরা হন পঙ্খিরাজ ক্লাবের মো: মাহিন। খেলা পরিচালনা করেন শেখ হুমায়ুন তালুকদার, শেখ রাসেল ও নাজমুল কবির।
গ্রুপ ‘বি’তে গতকাল নিকলী সদর ইউনিয়ন পশ্চিমকে (১৩১) ১৩ রানে হারিয়েছে ছাতিরচর ইউনিয়ন (১৪৪)। ম্যাচসেরা হন ছাতিরচরের রাতুল।
কারার মোশাররফ হোসেনের সভাপতিত্বে মো: মনজিল হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন শিশু কিশোর সংগঠন ‘আমরা কুড়ি’র চেয়ারম্যান ও ঢাকাস্থ নিকলী সমিতির সাধারণ সম্পাদক মুশতাক আহমেদ লিটন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান বীরবিক্রমের সন্তান বংশাল (ঢাকা) সার্কেল কর কর্মকর্তা মুশফেকুর রহমান জোসেফ, উপজেলা জিসাসের আহ্বায়ক ও সোয়াইজনী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মিয়া হোসেন, জেলা যুবদলের সদস্য কামরুল হাসান, বিএনপি দক্ষিণ কোরিয়া শাখার সহ-সভাপতি আবুল মনসুর মামুন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অল কাইয়ুম, সাধারণ সম্পাদক মামুন মিয়া, জারইতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো: জাকির হোসেন, নিকলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, হবিগঞ্জ বিএডিসির ইঞ্জিনিয়ার এ এম রাকিবুল হক পাভেল, সোয়াইজনীর ক্লাবের সাবেক ক্রিকেটার খোকন, সাদেক, আবু ইমরান রানা, মোকাররম, রাকিব, রোকন, আবুল কালাম প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা