দৈনিক নয়া দিগন্তের প্রধান সিটি এডিটর আশরাফুল ইসলামকে সংবর্ধনা
- গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
- ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৩
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690910_119.jpg)
রাজবাড়ীর গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ও দৈনিক নয়া দিগন্তের প্রধান সিটি এডিটর ও বিশেষ প্রতিনিধি গোয়ালন্দের কৃতি সন্তান মুহাম্মদ আশরাফুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টায় গোয়ালন্দ প্রেসক্লাবের নবনির্মিত নিজস্ব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোয়ালন্দ প্রেসক্লাবের আহ্বায়ক গনেশ পালের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: শহিদুল ইসলামের সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আসাদুজ্জামান এবং বিশেষ অতিথি গোয়ালন্দঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: রাকিব হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক খন্দকার আব্দুল মহিত, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আ: কাদের, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো: নিজাম উদ্দিন শেখ, সহ-সভাপতি আইয়ুব আলী খান, সাধারণ সম্পাদক মোশাররফ আহম্মেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুলতানুর ইসলাম মুন্নু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মো: আমিরুল ইসলাম লিন্টু, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি সিদ্দিকুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আসজাদ হোসেন আজু, শাহেদ এরশাদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মো: মেহেদুল হাসান আক্কাছ, মো: নজরুল ইসলাম, সাংবাদিক উদয় দাস, আক্তারুজ্জামান মৃধা, কুদ্দুস উল আলম, সিরাজুল ইসলাম, জাকির হোসেন, কামাল হোসেন, সাইফুর রহমান পারভেজ, আমিনুল ইসলাম রানা, মো: রাকিব হোসেন, আক্তার উজ্জামান রনি, আ: হালিম, লুৎফর রহমান সোহাগ, রাকিবুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা আশরাফুল ইসলামের সংবর্ধনায় তার সাফল্যের প্রতি সম্মান জানিয়ে ভবিষ্যত জীবনের মঙ্গল কামনা করে আনন্দ ও উল্লাস প্রকাশ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা