০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১, ৯ শাবান ১৪৪৬
`

‘ফ্যাসিস্ট আ’লীগ দেশে দুঃশাসন কায়েম করেছিল’

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সেলিম রেজা - ছবি : নয়া দিগন্ত

‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশে দুঃশাসন কায়েম করেছিল’ বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাওলানা সেলিম রেজা। তিনি বলেন, মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিল আওয়ামী লীগ সরকার। তারা গণতন্ত্রকে ধ্বংস করে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। বাংলাদেশের ১৮ কোটি মানুষ এখন গণতন্ত্র চায়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ধামরাই উপজেলার সদর ইউনিয়নের ইকুরিয়া ঈদগাঁও মাঠে ঢাকা জেলা ওলামা দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম রেজা বলেন, ‘আওয়ামী লীগের আমলে আমরা হামলা ও মামলার শিকার হয়েছি। শেখ হাসিনা ও তার পরিবার দেশের টাকা লুটপাট করে বিদেশে পালিয়েছে। আমরা দীর্ঘ দিন স্বৈরাশাসকের অধীনে ছিলাম। হাসিনা সরকারের আমলে প্রতিনিয়ত ছিল গুম ও খুন। অপরদিকে, শহীদ জিয়া জনগণের কল্যাণের জন্য কাজ করেছেন।’

তিনি বলেন, ‘আর কোনো কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।’

এ সময় আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সদস্য সচিব মাওলানা আবুল হোসেন, সদস্য অ্যাডভোকেট আবু হানিফ, মাওলানা কাজী আবু বক্কর ছাখারী, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিন আহাম্মেদ ভূঁইয়া শাওন ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহাম্মেদ প্রমুখ।

এ সভায় সভাপতিত্ব করেন ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ রানা।


আরো সংবাদ



premium cement