গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ চলছে
- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৭
গাজীপুরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর বন্ধের কথা বলে ডেকে নিয়ে ছাত্রদের উপর পরিকল্পিত হামলার ঘটনায় রাজবাড়ি রোডে বিক্ষোভ মিছিল করছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
আজ শনিবার বেলা ১টার দিকে রাজবাড়ি মাঠে বিক্ষোভ সমাবেশ মিছিল করে তারা।
বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বক্তব্যে গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আমির সোহেল আগামী সাত দিনের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণার আল্টিমেটাম দেন এবং আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিদের বাড়ি-ঘর সিলগালা ও তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা, চিরুনি অভিযান চালিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ সকল অঙ্গ সংগঠনের চিহ্নিত নেতাকর্মীদের গ্রেফতার, গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত ছাত্রদের চিকিৎসা প্রদানে গাফিলতির সাথে জড়িত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনেরও দাবি জানান।
ছাত্র-জনতা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ি রোডে অবস্থান নিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা