টাঙ্গাইলে বাসচাপায় প্রাণ গেল ২ বন্ধুর
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৯
বাড়ি ফেরার পথে টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় মোটরসাইকেলআরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধলাটেংগুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাকিব (২৬) ও রিজভী (২৮)। তারা টাঙ্গাইল শহরের নগরজৈলফে এলাকার বাসিন্দা বলে তাৎক্ষণিক জানা যায়। তারা দুই বন্ধু।
পুলিশ ও স্থানীয়রা জানায়, যমুনা সেতু এলাকা থেকে তারা মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়কের ধলাটেংগুর এলাকায় পৌঁছলে উত্তরবঙ্গগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেলআরোহী নিহত হন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) রাইজ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা