০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১, ৮ শাবান ১৪৪৬
`

গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা, আহত ১৫

আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে - ছবি : সংগৃহীত

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যার পর থেকেই আ ক ম মোজ্জামেলের ধীরাশ্রমের পৈত্রিক বাড়ির আশপাশে কিছু লোকজন অবস্থান নেয়। এরপর রাতে হঠাৎ তারা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করতে থাকে। এ সময় মসজিদে মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেয়া হয়। এরপর এলাকাবাসী সেখানে এসে তাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন।

পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। জয়দেবপুর থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ছাত্র–জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজন হামলাকারীদের আটক করে মারধর করেছেন। এতে ১২-১৩ জন আহত হয়েছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে।


আরো সংবাদ



premium cement
খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ প্রাণিসম্পদ গবেষণা-জুড়ে বার্ড ফ্লুর থাবা, নির্বিকার কর্তৃপক্ষ ট্রাম্পের ইউএসএআইডি কর্মীদের ছুটিতে পাঠানোর পরিকল্পনা স্থগিত বঙ্গবন্ধু শেখ মুজিব বাদ দিয়ে বিএসএমএমইউর নতুন ব্যানার ইসরাইলের কাছে ৭ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা যুক্তরাষ্ট্রের প্রচলিত নেতিবাচককে ‘না’ বলে ইতিবাচক রাজনীতি করতে হবে : সেলিম উদ্দিন গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে আহত ৫ জন ঢাকা মেডিক্যালে টাঙ্গাইলে বাসচাপায় প্রাণ গেল ২ বন্ধুর গাজীপুরে বিক্ষোভের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাঘের শেষে শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন : সারজিস

সকল