সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৪
সাভারে ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদ পরিবারের করা হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মোমিনুল ইসলাম রাজু ওরফে জোড়া ধর্ষক রাজুকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পৌর এলাকার ব্যাংক কলোনি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, জোড়া ধর্ষক রাজু আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া ) আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের সমর্থক হিসেবে পরিচিত। মুহাম্মদ সাইফুল ইসলাম ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান থেকে হাসিনা সরকারের ডামি নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সাভার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন রাজু।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মোমেনুল ইসলাম রাজুর বিরুদ্ধে দুটি ধর্ষণ, মাদক ও ছাত্র হত্যার একটি মামলা রয়েছে।