০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১, ৭ শাবান ১৪৪৬
`

আশুলিয়ায় জুমার খুতবায় হেদায়েতের যে উপায় বললেন সৌদি ধর্ম মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা

বক্তব্য রাখছেন সৌদি ধর্ম মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহিদ আল আরিফী - ছবি : নয়া দিগন্ত

সৌদি ধর্ম মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহিদ আল আরিফী বলেছেন, মুসলিম উম্মাহর আজকে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন তা হলো- রাসূল সা:-এর সুন্নাহকে আকড়িয়ে ধরা এবং রাসূলের সুন্নাহের পথে চলা।

তিনি আরো বলেন, রাসূল সা:-এর সুন্নাহ অনুসরণের মাধ্যমে তাওহীদ ও সুন্নাহর দিকে ফিরে আসা এবং ঐক্যবদ্ধ হয়ে ইসলাম মেনে চলতে হবে। কারণ আমরা যদি হাজার হাজার বছরও এবাদত করতাম কখনো হেদায়েত পেতাম না। আমরা হেদায়েত পেয়েছি রাসূল সা:-এর মাধ্যমে। সুতরাং আমাদের উচিত রাসূল সা:-এর সেই সুন্নাহকে অনুসরণ করা। এ সুন্নাহর মাধ্যমে আমরা প্রকৃত হেদায়েতের পথ পেতে পারি।

ঢাকার আশুলিয়ায় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীদের উদ্যোগে ‘মুসলিম জীবনে সুন্নাহর গুরুত্ব’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক মহাসম্মেলনে যোগ দিতে এসে জুমার খুতবা দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

আশুলিয়ার বাইপাইল-ইপিজেড সংলগ্ন কাইচাবাড়ী নিজস্ব জায়গায় অনুষ্ঠিত সম্মেলনের শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ছিল প্রথম দিন।

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজকীয় সউদী আরবের ধর্ম মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহিদ আল আরিফী। তিনি জুমার নামাজ পড়ান।

লক্ষাধিক মুসল্লিতে মুখরিত হয়ে ওঠে মহাসম্মেলন ময়দান। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ময়দান।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সৌদি রাষ্ট্রদূতাবাস ঢাকার রিলিজিয়াস অ্যাটাশে মুবারক বিন আমেক আল আনাযী, কেন্দ্রীয় জমঈয়তের জ্যেষ্ঠ উপদেষ্টা প্রফেসর এ কে এম শামসুল আলম, প্রফেসর ড. মুহাম্মদ আযহার উদ-দীন, এম এ সবুর, মোহাম্মদ জাকির হোসেন, মো: আলতাফ হোসেন, ফকীর আখতারুজ্জামান, ড. শরিফুল ইসলাম রিপন, রাজনৈতিক ব্যক্তিত্ব তমিজ উদ্দীন, মুহাম্মদ তুহিরুল ইসলাম, মোহাম্মদ ইসহাক সরকার প্রমুখ।

ঐক্যের আহ্বান জানিয়ে জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক বলেন, ব্রিটিশ ভারতে আহলে হাদীসগণ যখন ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের সন্ধানে ছিলেন, তখন মুজাদ্দিদে মিল্লাত আল্লামা মোহাম্মদ আব্দুল্লাহিল কাফী আল কোরায়শী র. জমঈয়তে আহলে হাদীস গঠন করে এক ঐতিহাসিক ভূমিকা রাখেন। কিন্তু পরবর্তী সময়ে ব্যক্তিস্বার্থ, নেতৃত্বলিপ্সা, অর্থনৈতিক অভিলাষ, জবাবদিহিতার অভাব ও অন্যান্য কারণে আমরা বিভক্ত হয়ে পড়েছি। এখন সময় ঐক্যের। আন্তর্জাতিক মহাসম্মেলনে বিশ্ব ও দেশের শীর্ষ সালাফী আলেমদের উপস্থিতির মাধ্যমে আমরা পুনরায় একতাবদ্ধ আহলে হাদীস আমাআত গড়ে তুলব ইনশা-আল্লাহ।

সম্মেলনে বক্তারা তাওহিদের ভিত্তিতে সমাজ বিনির্মাণ, বিশুদ্ধ ইসলামী শিক্ষার প্রসার, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা, সামাজিক সংস্কার এবং নৈতিক ও চারিত্রিক অবক্ষয় রোধে ইসলামের বার্তা আধুনিক সমাজে কার্যকরভাবে ছড়িয়ে দিতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

সকাল ৯টায় ঢাকার অদূরে আশুলিয়া থানার বাইপাইল জমঈয়ত ক্যাম্পাসে দু’দিনব্যাপী এ আন্তর্জাতিক মহাসম্মেলন শুরু হয়। এ মহাসম্মেলনে বিভিন্ন দেশের জমঈয়ত নেতৃবৃন্দের মধ্যে অংশগ্রহণ ও বক্তব্য দেন মারকায-ই জমঈয়তে আহলে হাদীস পাকিস্তানের সভাপতি ও পাকিস্তান জাতীয় পরিষদের সিনেটর প্রফেসর সাজেদ মীর এবং সেক্রেটারি জেনারেল ও সিনেটর শাইখ ড. হাফেয আব্দুল কারীম, নায়েবে আমির শাইখ ড. আবু তুরাব আলী মুহাম্মদ নূর মুহাম্মদ ও শাইখ ড. আব্দুল গফুর রাশেদ, কুয়েতের বর্ষীয়ান আলেমে দীন ও দাঈ শাইখ সালিম বিন সা‘আদ আত-তবীল, সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট আলেম শাইখ আব্দুর রহমান বিন ইবরাহীম আয যারউনী, পাকিস্তান হরকাতুল কুরআন ওয়াস সুন্নাহ’র সভাপতি হাফেজ আল্লামা ইঞ্জিনিয়ার ইবতিসাম ইলাহী যহির, ইন্দোনেশিয়ার মুয়ায বিন জাবাল ইসলামিক এজুকেশন ইনস্টিটিউশন অ্যান্ড সেন্টারের পরিচালক শাইখ জোজন জাইনুল মুরসালিন মাদানী, বাহরাইনের বিশিষ্ট আলেম শাইখ ফাইয হুসাইন আস সালাহ, নেপালের বিশিষ্ট আলেম শাইখ শামীম আহমাদ নদভী।

এছাড়া কেন্দ্রীয় জমঈয়তের সহ-সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক আইজিপি মুহাম্মদ রুহুল আমীন, আওলাদ হোসেন, ফকীর বদরুজ্জামান, প্রফেসর ড. দেওয়ান আব্দুর রহীম, প্রফেসর ড. মুহাম্মদ রঈসুদ্দীন, প্রফেসর ড. আহমাদুল্লাহ ত্রিশালী, প্রফেসর ড. মো: ওসমান গনী, শাইখ মুফাযযল হুসাইন মাদানী প্রমুখ।

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের নেতৃবৃন্দ ছাড়াও মহাসম্মেলনে বক্তব্য দেন দেশবরেণ্য উলামা ও শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ লোকমান হোসেন, প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, অধ্যক্ষ শাইখ মোস্তফা বিন বাহারুদ্দীন সালাফী, শাইখ গোলাম কিবরিয়া নূরী, অধ্যাপক ড. মোসলেহ উদ্দীন, প্রফেসর ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া, শাইখ সাইফুদ্দীন বেলাল মাদানী, অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল্লাহ মাদানী, প্রফেসর ড. মনযুরে ইলাহী, অধ্যাপক ড. ইমাম হোসেন, ভারতে বিশিষ্ট বক্তা ব্রাদার রাহুল হুসাইন প্রমুখ।


আরো সংবাদ



premium cement