মাদারীপুরের শিবচরে সরিষাক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার
- শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
- ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৬
মাদারীপুরের শিবচরে সরিষাক্ষেত থেকে মিজান গাজী (২২) নামের এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাদিরপুর মুন্সীকান্দি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি শিবচরের উমেদপুরের চরকাচিকাটার লাভলু গাজীর ছেলে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে ভ্যান নিয়ে বের হয় মিজান গাজী। প্রতিদিন রাত ৯টায় বাড়ি ফেরার কথা থাকলেও বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন রাতভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পায়নি। সকালে উপজেলার কাদিরপুরের ভুট্টাক্ষেতের পাশে গলাকাটা লাশ পাওয়া গেছে এমন খবরে পরিবারের লোকজন গিয়ে মিজান গাজীকে শনাক্ত করে। হত্যাকারীরা তাকে হত্যা করে তার ভ্যান নিয়ে গেছে বলে পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা ধারণা করছে।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। এ ঘটনায় দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।