০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১, ৭ শাবান ১৪৪৬
`

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টসকর্মী নিহত

- ছবি : নয়া দিগন্ত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় সজিব মিয়া (২৮) নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। এ সময় ফারুক হোসেন নামে আরো একজন গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সজিব মিয়া কালিহাতি উপজেলার পালিমা গ্রামের চুন্নু প্রামানিকের ছেলে। আহত ফারুক হোসেন একই এলাকার বলে জানা গেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া নামকস্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে সজিব ঘটনাস্থলেই মারা যান। তারা গাজীপুরে একটি শিল্প কারখানায় ডিউটি শেষে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন।

মির্জাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত এবং অপর একজন গুরুতর আহত। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement