কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করবে বিএনপি : শহিদুল ইসলাম বাবুল
- ফরিদপুর প্রতিনিধি
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২৩
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690507_144.jpg)
প্রতিটি ইউনিয়নে শষ্য ক্রয় কেন্দ্র গড়ে তোলা হবে। যেন অতিবৃষ্টি বা বন্যা-খরায় ফসল নষ্ট হলে কৃষক সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ পায়। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য যেকোন উপায়ে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
তিনি আরো বলেন, শষ্য বীমা ও কৃষি কার্ডের ব্যবস্থাও করা হবে। যেন সার-বীজ-কীটনাশকসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা যায়। সেই সাথে কৃষি উৎপাদন যান্ত্রিকীকরণের লক্ষ্যে কৃষি যন্ত্রপাতি আমদানির উপরে সকল ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার করা হবে। যা কৃষকের ভাগ্য উন্নয়ন করবে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদি ইউনিয়নের চাঁদহাট বাজার মাঠে এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরযশোরদি ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপজেলা বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু বক্তব্য রাখেন।
এছাড়াও পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন মোল্লা, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন ইয়াদ, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা দেলোয়ার হোসেন জিলু, পৌর কৃষক দলের আহ্বায়ক জাহিদুর রহমান অনিক, সদস্য সচিব মুন্সি সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন আল মাহিন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বৃহস্পতিবার দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা