ধামরাইয়ে পিকআপ চাপায় স্কুলছাত্র নিহত
- ধামরাই (ঢাকা) সংবাদদাতা
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০২
ঢাকার ধামরাইয়ে পিকআপ চাপায় শুভঙ্কর (১১) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়নের সুয়াপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত শুভঙ্কর সূয়াপুর বাজারের পশ্চিম পাশে বাবুনালের ছেলে। সে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।
স্থানীয় লোকজন জানান, আজ বিকেলে সাভার থেকে একটি পিকআপ মাল বোঝায় করে সূয়াপুর বাজারে আসার সময় রাস্তার পাশে শুভঙ্কর নামে শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, সূয়াপুর এলাকার সূয়াপুর বাজারের পাশে একটি পিকআপ চাপায় স্কুলছাত্রের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে গাড়িটি আটক করা হয়। এর আগেই চালক পালিয়ে গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা