০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

মির্জাপুরে ছিনতাই হওয়া ট্রাকসহ ১২ হাজার লিটার সয়াবিন উদ্ধার

৪ ছিনতাইকারী গ্রেফতার
গ্রেফতার চার ছিনতাইকারী - ছবি : নয়া দিগন্ত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে ১২ হাজার ২৪০ লিটার সয়াবিন তেলসহ ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার করা হয়েছে। এছাড়া পৃথক ঘটনায় ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কুরনি থেকে ১২ হাজার ২৪০ লিটার (১৮ লাখ টাকা মূল্যের) সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। এর আগে পৃথক ঘটনায় বুধবার রাতে দেওহাটা এলাকা থেকে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় ছিনতাইকারীদের কবলে পরে সয়াবিন তেলের ট্রাক। একটি মোটরসাইকেল ও একটি হাইয়েস মাইক্রোযোগে ১১ জনের একটি দল নিজেদের ডিবি পরিচয় দিয়ে ড্রাইভার সোহেল ও হেলপারকে হ্যান্ডকাফ লাগিয়ে চোখ বেঁধে মাইক্রোতে আটকে রাখে। সকালে তাদের ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় ফেলে রেখে যায়। পরে তেলবোঝাই ট্রাকটি মির্জাপুর উপজেলার কুরনি এলাকা থেকে পুলিশ উদ্ধার করে।

অপর ঘটনায়, অটোরিকশা ছিনতাই করে প্রাইভেটকারের পেছনে বেঁধে ঢাকা নেয়ার পথে ছিনতাইকারী চক্রের চার সদস্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা এলাকায় পৌঁছলে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

আটকরা হলেন- রংপুর জেলার পীরগাছার রাজু (৪২), মিঠাপুকুরের মো: ইয়ামিন, ময়মনসিংহের উজ্জল (২৮) ও ফরিদপুর সদরের মিরাজ।

এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোশারফ হোসেন জানান, ‘ট্রাকবোঝাই সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার দু’জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ছিনতাইকারী চক্রের চারজনের নামে মামলার পর বৃহস্পতিবার টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement