০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`
ফরিদপুরে গণমাধ্যম সংস্কার কমিশনের সেমিনার

গণমাধ্যম সংস্কারের বিষয়ে যা বললেন কামাল আহমেদ

ফরিদপুরে জেলাপর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। - ছবি : নয়া দিগন্ত

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, গণমাধ্যমে এমন সংস্কার প্রয়োজন যাতে একটি সুষম প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়। সুষম প্রতিযোগিতা তৈরি না হলে এই খাতে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তা যাবে না। এজন্য দেশের গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের কাছে গিয়ে তাদের কথা শুনছি। তাদের পরামর্শের ভিত্তিতে আগামী তিন মাসের মধ্যে আমরা সরকারের কাছে সেগুলো সুপারিশ আকারে তুলে ধরবো।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলাপর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে ফরিদপুরসহ মানিকগঞ্জ, রাজবাড়ী, শরিয়তপুর, মাদারিপুর ও গোপালগঞ্জের সাংবাদিক প্রতিনিধিরা অংশ নেন।

এ সময় কমিশন প্রধান কামাল আহমেদ বলেন, গণমাধ্যমকর্মীদের সুরক্ষার দরকার আছে। ঢাকার বাইরে যারা কাজ করেন তাদের পেশাগত ঝুঁকি বেশি। শারীরিক ঝুঁকি ও আর্থিক বঞ্চনা বেশি। আবার ভবিষ্যতটাও অনিশ্চয়তাপূর্ণ। সব বিষয়ে কাজ করতে হয় বলে তাদের প্রতিনিয়ত ঝুঁকির মধ্য দিয়ে কাজ করে যেতে হয়। তাদের পেশাগত সুরক্ষা ও আর্থিক নিশ্চয়তার দরকার আছে।

সাংবাদিকদের সুরক্ষায় একটি আলাদা প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার আছে উল্লেখ করে সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, বর্তমানে যেই প্রেস কাউন্সিল রয়েছে তা দিয়ে সেটি পূরণ করা সম্ভব নয়। এটিকে নতুনভাবে গড়ে তুলতে হবে।

দেশের অনলাইন পোর্টালের ক্ষেত্রে বিশৃঙ্খলা বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ এখন পকেটে করে নিউজ পোর্টাল নিয়ে ঘুরছে। সরকার একটি নীতিমালা করেছে। ২১২টি অনলাইন পোর্টালকে নিবন্ধন দিয়েছে। তবে বর্তমানে এর সংখ্যা হাজারেরও বেশি। আবার একই মিডিয়া হাউজ থেকে একাধিক পত্রিকা ও টেলিভিশন বের হচ্ছে। ব্যবসায়ীক স্বার্থ রক্ষায় তারা একাধিক নামে পত্রপত্রিকা ও টেলিভিশন চালাচ্ছে। অথচ সব মিডিয়ার একই খবর প্রচার করছে। একই মালিকের খবর তারা দেখাচ্ছে। এর বাইরে যে ভিন্ন মত রয়েছে তা জনগণ জানতে পারছে না।

সেমিনারে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য আখতার হোসেন খান ও বেগম কামরুন্নেসা হাসান, সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় সেমিনারে অংশগ্রহণকারী সাংবাদিকরা তাদের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরে এসব বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতি আহ্বান জানান।


আরো সংবাদ



premium cement
রাখাইন স্টেট : ঘুমধুমে স্থলবন্দর করার চিন্তা করছে সরকার ফ্যাসিবাদ উৎখাত করেছে ছাত্ররা আর তাদের সাহস জুগিয়েছেন শিক্ষকরা মশিউর রহমানের নতুন বই ‘টেকসই সমৃদ্ধিতে আল-কুরআনের দর্শন’ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এপ্রিলে ঢাকা সফর করতে পারেন : তৌহিদ আ’লীগের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক ভাতা আগামী বছর থেকে : মুহাম্মদ আবদুল্লাহ শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি নিয়ে অনুসন্ধান করবে দুদক ছাত্রদের যৌক্তিক অযৌক্তিক দাবি-দাওয়া মার্কিন নিষেধাজ্ঞা বনাম ইরানের অগ্রযাত্রা ধানমন্ডির ঘটনা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম যা বলছে ট্রাম্পনীতির প্রভাব বিশ্ব অর্থনীতিতে

সকল