০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

নারায়ণগঞ্জে ডিসি-এসপি অফিসের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

নারায়ণগঞ্জে শেখ মুজিবুর রহমানের তিনটি ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের তিনটি ম্যুরাল ভাঙচুর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মহানগর বিএনপির নেতাকর্মীদের নেতৃত্বে এটি ভাঙচুর করেন। এ সময় বিএনপিপন্হী কয়েকজন আইনজীবীও উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এই ভাঙচুর চালানো হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভুঁইয়া, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এইচএম আনোয়ার প্রধানসহ শতাধিক নেতাকর্মী।

ঘটনার পর মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, এই শহরে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের প্রতীক সব গুঁড়িয়ে দেয়া হবে। সেখানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত নারায়ণগঞ্জের শহীদদের নামের তালিকা স্থাপন করা হবে।

তিনি আরো বলেন, এই শহরে আওয়ামী লীগের বাইতুল আমান, হিরা মহলসহ যেসব আস্তানা আছে ফ্যাসিস্টদের সব গুড়িয়ে দেয়া হবে।

অন্যদিকে, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, এই প্রতীকগুলো নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন। এগুলোর উপস্থিতি ২৪-এর গণ-আন্দোলনের চেতনাকে কলুষিত করে। আমাদের শহরে এর কোনো জায়গা নেই। ভবিষ্যতে যেকোনো স্বৈরাচারের প্রতীক এভাবেই গুঁড়িয়ে দেয়া হবে।


আরো সংবাদ



premium cement
কুলাউড়ায় ভেঙে দেয়া হলো শেখ মুজিবের ম্যুরাল ঝালকাঠিতে আমুর বাসভবন ও তার নামে থাকা প্রতিষ্ঠানের নামফলক ভাঙচুর স্ত্রী-সন্তানসহ সাবেক মন্ত্রী উ শৈ সিংয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা কুষ্টিয়ার সাবেক এমপি সেলিম আলতাফ জর্জের অফিস ভাঙচুর ট্রাম্পের গাজা দখলের ঘোষণার তীব্র নিন্দা-প্রতিবাদ জামায়াতের আনিসুল হকের আস্থাভাজন তৌফিকার দেশত্যাগে নিষেধাজ্ঞা পাকিস্তানের যৌথ নৌ মহড়ায় অংশ নিচ্ছে ইরান গাজায় ইসরাইলি যুদ্ধাপরাধীর তদন্ত শুরু করেছে সুইস কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের নিয়ে ট্রাম্পের দেয়া প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ জাতিসঙ্ঘ মহাসচিবের ছাত্র-জনতার রোষানলের দায় শেখ হাসিনাকেই বহন করতে হবে : খেলাফত মজলিস কুলাউড়ায় উপজাতীয়দের হাতে বাঙালি যুবক খুন : ৭ খাসিয়ার বিরুদ্ধে হত্যা মামলা

সকল