০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই : বাউবি ভিসি

বইমেলায় বাউবির স্টল উদ্বোধনে অতিথিরা - ছবি : নয়া দিগন্ত

মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই মন্তব্য করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, ‘বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনে বেশি বেশি বই পড়ার অভ্যাস করতে হবে। কেননা মেধাভিত্তিক রাষ্ট্র ও সমাজ গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। অমর একুশে গ্রন্থমেলায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো অংশগ্রহণ একাডেমিক প্রোগ্রামগুলোর প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধিতে সহায়ক হবে।’

বুধবার (৫ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯০ ও ৯৯১ নম্বর বুক স্টল আনুষ্ঠানিকভাবে উদ্বোধনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে ভিসি বলেন, ‘বর্ণাঢ্য আয়োজনে বাউবির বুক স্টলে আগত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এ মেলায় বাউবির চলমান বিভিন্ন প্রোগ্রামের বই, বুকলেট, ব্রোশিউর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এখানে কোনো বই বিক্রির জন্য নয়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও বাউবি প্রকাশিত বিভিন্ন প্রোগ্রামের মানসম্পন্ন বই সম্পর্কে সাধারণ শিক্ষার্থী তথা আগ্রহী জনসাধারণের নিকট তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য। এখন থেকে প্রতি বছর এভাবে বই মেলায় অংশগ্রহণ করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

এ সময় বক্তব্য দেন বাউবি বই মেলার আয়োজন কমিটি আহ্বায়ক ও প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড আবুল হাসনাত মো: শামীম।

অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক তানভির আহসান, বিভাগীয় প্রধানগণ, বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষক ও কর্মকর্তারা এ সময়ে উপস্থিত ছিলেন।

বাউবির চলমান একাডেমিক প্রোগ্রামসমূহের জন্য এ পর্যন্ত চারশতের অধিক সংখ্যক বই প্রকাশিত হয়। এ মেলায় বাউবি পাঠ্যসামগ্রী প্রদর্শন আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত চলবে।


আরো সংবাদ



premium cement
গার্মেন্ট কারখানা বন্ধের চেয়ে চালু হয়েছে বেশি প্রধান উপদেষ্টার সাথে চসিক মেয়রের সাক্ষাৎ ডিসি সম্মেলনে উঠছে ৩৫৪ প্রস্তাব আওয়ামী লীগ নামে আর কেউ রাজনীতি করতে পারবে না : সালাহউদ্দিন আহমেদ বিদেশে পলাতক আসামিদের আনার চেষ্টা চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর হামলা প্রথম ছাত্রসমাবেশ থেকে সচিবালয় ঘেরাও জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের পরিবার পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে : ডা: তাহের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বিচারব্যবস্থা সম্পর্কে ধারণা দিলেন প্রধান বিচারপতি শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ ঘটাতে হবে : ধর্ম উপদেষ্টা ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি মমিনুল

সকল