জাবিতে ছাত্রদলের আয়োজনে 'শহীদ নাফিসা উইমেন্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট' শুরু
- জাবি প্রতিনিধি
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩১
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণকে স্মরণীয় করে রাখতে এবং সম্প্রতি দেশের দু’টি জেলায় মেয়েদের ফুটবল খেলায় হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সপ্তাহব্যাপী 'শহীদ নাফিসা উইমেন্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫-এর আয়োজন করেছে জাবি শাখা ছাত্রদল।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের সামনে বিকেল সাড়ে ৫টায় প্রফেসর মোহাম্মদ কামরুল আহসান এ আয়োজনের উদ্বোধন করেন।
এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে সফলতার অংশীদার কৃষক, শ্রমিক থেকে শুরু করে সকল শ্রেণি পেশার মানুষ। এ আন্দোলনে পুরুষের পাশাপাশি নারীদেরও গুরুত্বপূর্ণ অবদান ছিল। তাই সবাই এ আন্দোলনের মাস্টারমাইন্ড। পরিবর্তিত নতুন এই দেশে আমরা একটি বহুত্ববাদী সমাজ গঠনের দিকে এগিয়ে যাচ্ছি। মুক্তিযুদ্ধের সময় যেমন নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তেমনি জুলাইয়ের অভ্যুত্থানেও নারী শিক্ষার্থীরা সমানভাবে অংশ নিয়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন। যার প্রমাণ আমাদের বোন শহীদ নাফিসা।’
শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, ‘নারীর ক্ষমতায়ন ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। তাই জাতীয়তাবাদী ছাত্রদলও নারী-পুরুষের সমতা বিধানে বিশ্বাস করে। এর মধ্যে দিয়েই একটি উন্নত, আধুনিক দেশ হিসেবে জাতি এগিয়ে যাবে। আর নারীদের এগিয়ে দেয়ার জন্যই-২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ নাফিসার নামে এই আয়োজন করেছে শাখা ছাত্রদল।’
ভিসি প্রফেসর মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘আজ যারা বৈচিত্র্যের নামে বিভাজন তৈরি করছে, তথ্য বিকৃত করে সত্যকে আড়াল করছে, তারা আসলে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে অপমান করছে। আমি বিশ্বাস করি, যারা এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভেদ সৃষ্টি বন্ধ করতে হবে।’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বারবার দেখা গেছে, ‘ক্ষমতার জন্য ঐক্যের পরিবর্তে একক আধিপত্য কায়েমের চেষ্টা করা হয়েছে। অথচ আমাদের আন্দোলনের লক্ষ্য ছিল নির্বাচনমুখী হওয়া, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। জনগণ যেন নির্ভয়ে নিজের ভোট নিজে দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা