গোপালগঞ্জে পরিবারের আপত্তিতে শহীদ আরাফাতের লাশ উত্তোলন করা হয়নি
- মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১১
গোপালগঞ্জের মুকসুদপুরে পরিবারের আপত্তি থাকায় ছয় মাস পর কবর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আরাফাতের লাশ উত্তোলন স্থগিত করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের ছোট বনগ্রামে পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন না করে কবর জিয়ারত করে ফিরে যান কর্মকর্তারা।
গোপালগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রবির বিশ্বাসের নেতৃত্বে এ সময় ঢাকা জেলা পুলিশ সুপার (পিবিআই) কুদরত ই খুদা, মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, ইন্সপেক্টর (পিবিআই) গোবিন্দ লাল, মামলার তদন্ত কর্মকর্তা এস আই শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রবির বিশ্বাস জানান, ‘আদালতের নির্দেশে পিবিআই ঢাকা জেলা পুলিশ সুপার, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ এবং মামলার তদন্তকারী কর্মকর্তাকে নিয়ে শহীদ আরাফাতের লাশ উত্তোলন করতে এলে তার মায়ের আর্তনাদে আইনিপ্রক্রিয়া শেষে লাশ উত্তোলন বন্ধ করা হয়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি। আরাফাতের বাবা স্বপন মুন্সি পেশায় দিনমজুর। মা মায়া বেগম কাজ করেন একটি পোশাককারখানায়। তারা ঢাকার আশুলিয়ায় থাকেন। অষ্টম শ্রেণির ছাত্র আরাফাত সেখানেই বার্ড স্কুল অ্যান্ড কলেজে পড়তো।