শ্রীনগরে বাসচাপায় পথচারী নিহত
- শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৭
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690067_142.jpg)
মুন্সীগঞ্জের শ্রীনগরে বাসচাপায় এক পথচারী (৫৫) নিহত হয়েছেন। তার পরিচয় এখনো জানা যায়নি।
বুধবার দুপুর আড়াইটার দিকে শ্রীনগর পুরাতন ফেরীঘাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় দূরপাল্লার একটি বাস লোকটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, লাশটি তাদের হেফাজতে রয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।