গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পিকআপ, নিহত ৩
- গাজীপুর প্রতিনিধি
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৭, আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩০
গাজীপুরের কালীগঞ্জে অটোরিকশাকে পাশ কাটানোর সময় সবজিবোঝাই পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া হরিদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নরসিংদী থেকে শসা নিয়ে একটি পিকআপভ্যান জয়দেবপুরের দিকে যাচ্ছিল। পথে কালীগঞ্জ উপজেলার আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া হরিদেবপুর এলাকায় পৌঁছালে অটোরিকশাকে পাশ কাটানোর সময় পিকআপভ্যানের চালক নিয়ন্ত্রণ হারান। পরে সেটি সড়কের পাশে প্রায় ১৫ ফুট গভীর একটি খাদে পড়ে যায়। খাদে পানি থাকায় গাড়ির গ্লাস খুলতে পারেনি, চালকসহ তিনজন সেখান থেকে বের হতে পারেননি। ঘটনাস্থলে ওই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা