০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

মাধবদীতে মরিয়ম ও আদর্শ টেক্সটাইল মিলে আগুন

নরসীংদিতে মরিয়ম ও আদর্শ টেক্সটাইল মিলে আগুন লাগে। - ছবি : নয়া দিগন্ত

নরসিংদীর মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন মরিয়ম ও আদর্শ টেক্সটাইল মিলে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মিল মালিকেরা দাবি করেছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ মরিয়ম টেক্সটাইল মিলের ভেতর থেকে আগুনের ধোয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মাধবদী ও নরসিংদীর মোট পাঁচটি ইউনিট দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে টেক্সটাইল মিলে উৎপাদনের পর মজুদ রাখা গ্রে-কাপড় পুড়ে গেছে। এসময় টেক্সটাইল কর্তৃপক্ষ স্থানীয়দের সহায়তায় বেশকিছু মালামাল বের করে আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে আশেপাশের অন্যান্য মিলকারখানায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শিমুল মোহাম্মদ রাফি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে নরসিংদী ফায়ার সার্ভিসের তিনটি ও মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে। দুপুর ১টার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। দেড় ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

মরিয়ম টেক্সটাইলের মালিক হারিবুর রহমান ও আদর্শ টেক্সটাইলের মলিক জাহাঙ্গীর মিলে আগুন লেগে তাদের ৭ থেকে ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে।


আরো সংবাদ



premium cement
হাবিপ্রবি ক্যাম্পাসের ডাস্টবিনে হাসিনার ছবি লাগিয়ে ঘৃণা প্রকাশ শিক্ষার্থীদের একই কর্মস্থলে দীর্ঘদিন কর্মরতদের অন্যত্র বদলির নির্দেশ শ্রম উপদেষ্টার জুলাই-জানুয়ারিতে ২৩৫৫ কোটি ডলারের পোশাক রফতানি জামালপুরে জেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতা পাচ্ছে না সরকার কবর থেকে তুলে পুনরায় দাফন করা হবে হাসান নাসরুল্লাহকে বাংলাদেশের সাথে আরো বেশি অর্থনৈতিক সম্পৃক্ততার প্রত্যাশা ভারতের রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭ আটক ইউক্রেনীয় সেনাদের হত্যা করছে রাশিয়া গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল মার্কেট-ভবন সাম্প্রদায়িক সহিংসতায় ২৩ জনকে হত্যার দাবি প্রত্যাখ্যান সরকারের

সকল