মধুপুরে ৩ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা
- মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
- ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫২
টাঙ্গাইলের মধুপুরে তিন ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নে অবস্থিত তিন ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। সহযোগিতায় ছিলেন সেনাবাহিনী ও ফায়ার ব্রিগ্রেডের সদস্যরা।
এ সময় কয়লার পরিবর্তে জ্বালানি হিসাবে কাঠ পোড়ানোর অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুসারে ওই তিন ইটভাটাকে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ইট যাতে কাঠ দিয়ে আর পোড়াতে না পারে সে জন্য পানি দিয়ে চুল্লি নিভিয়ে দেয়া হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা