নরসিংদী যাওয়ার পথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রায় ২০ নেতাকর্মী গ্রেফতার
- মাধবদী (নরসিংদী) সংবাদদাতা
- ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৯, আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩০
নাশকতার উদ্দেশ্যে নরসিংদী যাওয়ার পথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রায় ২০ নেতাকর্মী গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে রুপগঞ্জের কাঞ্চন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির, শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাজায়েল ভূঁইয়া, বেলাব উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক, পলাশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ, পলাশ শিল্পাঞ্চল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ, ঘোড়াশাল পৌরসভা ছাত্রলীগের সভাপতি কামরুল, জিনারদী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আকন্দ, ডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাদিমসহ প্রায় ১৮ থেকে ২০ জন।
ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, এদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা রয়েছে। মামলা নম্বর ৪/ ৫-০১-২০২৫/ধারা ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,১০,১১,১২,১৩। সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ সংশোধনী ২০১৩ অনুযায়ী মামলাটি করা হয়েছে।
তিনি আরো বলেন, আমরা ধারণা করছি তারা কোনো নাশকতার উদ্দেশে নরসিংদীতে ঢুকার পরিকল্পনা করছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা