০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

চাঁদার দাবিতে কর্মকর্তাকে মারধর, ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি গ্রেফতার

চাঁদার দাবিতে কর্মকর্তাকে মারধর, ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি গ্রেফতার -

গাজীপুর মহানগরের টঙ্গীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট পরিচালিত মৈত্রী শিল্পে চাঁদা দাবি ও শারীরিক প্রতিবন্ধী কর্মকর্তাকে মারধরের অভিযোগে শাহজাহান হাসান (৪৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।

এর আগে তিনি জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের টঙ্গীর সভাপতি ও সাংবাদিক পরিচয়ে রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানটিতে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েন।

জানা গেছে, গ্রেফতার শাহজাহান হাসান সাপ্তাহিক অপরাধ বিচিত্রার ‘সিনিয়র স্টাফ রিপোর্টার’ এবং উত্তরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক।

তিনি মৈত্রী শিল্পের কাছে টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর নতুন বাজার এলাকার বাক্কা ফকিরের ছেলে।

মৈত্রী শিল্প ও থানা সূত্রে জানা গেছে, আসামি শাহজাহান হাসান বেশ কয়েক দিন ধরে মৈত্রী শিল্পে গিয়ে কমপক্ষে পাঁচ হাজার বোতল মুক্তা পানি অথবা সমপরিমাণ টাকা দাবি করে আসছিলেন।

গত ২৯ জানুয়ারি প্রথমে ফোনে ও পরে সরাসরি অফিসে গিয়ে চাঁদার দাবিতে প্রশাসনিক কর্মকর্তা ও কারখানার ব্যবস্থাপককে হুমকি দেন। এমনকি দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় গত ৩০ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে প্রশাসনিক কর্মকর্তা শারীরিক প্রতিবন্ধী ইউনুছ আহম্মেদকে (৫৪) কারখানার গেটে মারধর করেন। এতে তিনি আহত হয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।

এ ব্যাপারে মৈত্রীর প্রশাসনিক কর্মকর্তা ভুক্তভোগী ইউনুছ আহম্মেদ শনিবার (১ জানুয়ারি) টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেন। শনিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘আসামি শাহজাহান হাসান একটি ভেজাল প্রতিরোধ সংগঠনের কর্মকর্তা ও সাংবাদিক পরিচয়ে ফ্রি মুক্তা পানি সরবরাহের জন্য আবেদন করেছিলেন। কিন্তু প্রতিবন্ধীদের দ্বারা পরিচালিত এ প্রতিষ্ঠানে কাউকে ফ্রি পানি দেয়ার নিয়ম না থাকায় কারখানার কর্মকর্তারা অপারগতা প্রকাশ করেন। পরে আসামি শাহজাহান হাসান পানির সমপরিমাণ টাকা দাবি করেন। এতেও কর্মকর্তারা অপারগতা প্রকাশ করায় তিনি কারখানায় গিয়ে প্রশাসনিক কর্মকর্তার ওপর চড়াও হন এবং এলোপাথাড়ি মারপিট করে আহত করেন।

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং মামলার একমাত্র আসামিকে গ্রেফতার করে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement