০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

তাবলীগের বিরোধে প্রভাব পড়েনি বিশ্ব ইজতেমায়

ড্রোন হামলার আতঙ্কে ছুটোছুটি, আহত অর্ধশত
- ছবি : সংগৃহীত

তাবলীগ জামাতের চলমান বিরোধে কোনো প্রভাব পড়েনি টঙ্গীর বিশ্ব ইজতেমায়। আজ আখেরি মুনাজাতকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয়েছিল টঙ্গী ও উত্তরাসহ ইজতেমা ময়দানের আশপাশ এলাকা।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয় তাবলীগ জামাতের শূরায়ী নেজাম আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। কাল সোমবার শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। এদিকে আখেরি মুনাজাত চলাকালে ড্রোন হামলার গুজবে মুসল্লিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এসময় আতঙ্কিত মুসল্লিরা ছুটোছুটি শুরু করেন। এতে অন্তত অর্ধশত মানুষ আহত হন।

রোববার সকাল ৯টা ১১ মিনিটে শুরু হয়ে ৯টা ৩৫ মিনিটে শেষ হয় আখেরি মুনাজাত। দীর্ঘ প্রায় ২৪ মিনিট স্থায়ী মুনাজাতে তাবলিগের কাকরাইল মারকাজ মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মুহাম্মদ যোবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করেন।

মোনাজাতে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে সব গুনাহ মার্জনা চেয়ে ইমানী জিন্দিগী কামনা করেন। বাতিল ও জুলুমবাজের খতম কামনা করেন। হকের রাস্তা খুলে দেয়ার আকুতি জানান, দুনিয়া থেকে শিরক ও বিদআতের খতম কামনা করেন। দ্বীনের হিজরত ও মেহনতকে কবুল করার আকুতি জানান। বনি আদমের হেদায়েত, উম্মতে মুহাম্মদির জান-মাল হেফাজত, সকল বেমারি থেকে আরোগ্য, সিরাতুল মুস্তাকিম ও ইবাদতে ইখলাস নসিব কামনা করেন। ইহ ও পারলৌকিক মুক্তি, দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেয়ার তৌফিক কামনা, মারামারি-হানাহানির খতম কামনা করেন তিনি। আখিরাত ও সুন্দর জীবন কামনা করেন এবং তাবলীগের মেহনত ও ইজতেমাকে কবুল করার আকুতি জানিয়ে আখেরি মোনাজাত শেষ করেন।

মোনাজাতের প্রথম ১৩ মিনিট পবিত্র কুরআন থেকে বিভিন্ন দোয়ার আয়াত উদ্ধৃত করে আরবি ভাষায় মুনাজাত করা হয়, এরপর বাকি ১১ মিনিট বাংলায় মোনাজাত করেন। এসময় কান্নাজড়িত কণ্ঠে পরওয়ারদিগারের কাছে নানা ফরিয়াদ তুলে ধরেন।

মাওলানা যোবায়ের মুনাজাতে বলেন, ‘হে রাহমানুর রাহিম, দ্বীনকে বিদ্বেষমুক্ত করে দেন, ইমানের সহিত মৃত্যু নসিব করুন, মাওতের পরবর্তী জীবন বরকতময় করে দেন, সুন্নতি জীবন নসিব করে দেন, কামাই রোজগারে বরকত দান করেন, পাঁচ ওয়াক্ত নামাজ নসিব করে দেন, ইলম অর্জনের সওয়াব নসিব করে দেন, যে ইলম (জ্ঞান) আসমান থেকে নাজিল করেছেন সেই ইলম নসিব করেন, আপনার জিকির নসিব করেন, দুনিয়ার ফিকির কমিয়ে আপনার জিকির বাড়িয়ে দেন, কবরের আজাব থেকে আমাদের হেফাজত করেন, হাউজে কাউসারের পানি নসিব করে দেন, আমাদের আখলাককে সুন্দর করে দেন, আমাদের আখেরাত ও দুনিয়াকে সুন্দর করে দেন, মুসলমানের ইমান-আমলের হেফাজত করেন, আমাদেরকে ভাই ভাই বানিয়ে দেন, মারামারি হানাহানি খতম করে দেন।’

মুনাজাতের আগে নসিহতমূলক বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। তার বয়ান অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। এর আগে বাদ ফজর থেকে বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। তার বয়ান তরজমা করেন মাওলানা মোহাম্মদ যোবায়ের সাহেব। মাওলানা ইব্রাহিম দেওলার বয়ানের পরই আখেরি মোনাজাত শুরু হয়। এ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় টঙ্গীর তুরাগ তীরের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর আগামীকাল সোমবার শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। এ দুই পর্বেরই আয়োজক শূরায়ী নেজাম।

তাবলিগ জামাতের বাংলাদেশের শীর্ষ মুরব্বী হাফেজ মুহাম্মদ যোবায়েরের মোনাজাত চলাকালে সুবিশাল ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় পিনপতন নীরবতা নেমে আসে। মোনাজাতে তিনি মহান রাব্বুল ইজ্জতের কাছে যখন কিছু কামনায় আকুতি জানান, তখনই সাথে সাথে ময়দান কেঁপে লাখো কণ্ঠে আওয়াজ উঠে ‘আমিন, আল্লাহুম্মা আমিন, ছুম্মা আমিন’। পিনপতন নীরবতা ভঙ্গ করে মুসল্লিদের সমস্বরে আমিন ধ্বনি ও কান্নার আওয়াজে ইজতেমা ময়দানে নেমে আসে এক ভাবগম্ভীর ও আবেগঘন পরিবেশের। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে ইজতেমা ময়দান ও চারপাশে প্রায় দশ বর্গকিলোমিটার এলাকা এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার সন্ধ্যা থেকেই দূর-দূরান্ত থেকে ইজতেমা অভিমুখে মুসল্লিরা আসতে শুরু করেন। ফলে টঙ্গী যেন সকল পথের মোহনায় পরিণত হয়। মোনাজাত শেষে বাঁধভাঙ্গা জোয়ারের মতো ময়দানের চারপাশে মুসল্লিদের ঢল নামে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুই স্তরের (ওড়াল সড়কে ও নিচে) জনস্রোত লক্ষ করা যায়। এবার আখেরি মুনাজাতকে কেন্দ্র করে ইজতেমা ময়দানে ৪০ লক্ষাধিক লোকের সমাবেশ ঘটে বলে দাবি আয়োজক শূরায়ী নেজামের।

গুজবে ছুটোছুটি, আহত ৪০

ইজতেমায় ড্রোন হামলার গুজবে ছুটোছুটি করতে গিয়ে অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। মোনাজাত চলাকালে ময়দানের পিনপতন নীরবতা ভেঙে ড্রোন হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত মুসল্লিরা ছুটোছুটি করতে গিয়ে পরস্পরের ধাক্কায় ড্রেন ও রাস্তায় পড়ে আহত হয়েছেন। তবে এ ঘটনায় গুরুতর আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। গুজবের ঘটনায় সামান্য আহত ৪০ জন মুসল্লি টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে। ইজতেমা ময়দানের বিদেশী কামরার কাছে, স্টেশন রোড ও মিলগেট এলাকাসহ পৃথক কয়েকটি স্থানে এধরণের গুজবে বিশৃঙ্খলার সৃষ্টির হয়। তবে আতঙ্কি মুসল্লিরা দৌড়ে দূরে সরে যাওয়ার পর পেছন ফিরে যখন দেখতে পান কোনো কিছু ঘটেনি তখন তারা আবার স্ব স্ব স্থানে ফিরে যান।

টঙ্গী মিলগেট শহীদ সুন্দর আলী সড়কের মাথায় মহাসড়কের পাশে মোনাজতে অংশ নেয়া আজিজুল হক জানান, মুনাজাত চলাকালে ৯টা ১৭ মিনিটে মহাসড়কে হঠাৎ একটি আওয়াজ হয়। এতে আতঙ্কিত হয়ে মানুষ ছুটোছুটি শুরু করে। এসময় পদদলিত হয়ে ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যানে ধাক্কা খেয়ে অনেকে আহত হন। আতঙ্কিত মানুষের ছুটোছুটিতে ফুটপাতে ব্যবসায়ীদের সাজিয়ে রাখা জিনিসপত্র চারদিকে ছড়িয়ে ছিটে পড়ে।

এব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, গুজবের উৎস্য আমরা অনুসন্ধান করে দেখছি। তিনি বলেন, ‘কেউ কেউ বলছেন ইজতেমার সামিয়ানার ওপর ড্রোন পড়ে আওয়াজ হয়েছে, কেউ কেউ বলছেন দুই ড্রোনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে, আবার কেউ বলছেন বেলুন বিক্রেতার বেলুনের সাথে ড্রোন লেগে বেলুন বিস্ফোরিত হয়েছে।’ তবে ইজতেমার নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ইউনিটের ড্রোনে সমস্যা হয়নি বলেও জানান তিনি।

তাবলিগ জামাত বাংলাদেশের শূরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, মোনাজাত চলাকালে ময়দানের ছামিয়ান ওপর একটি ড্রোন পড়ে যায়। এতে আতঙ্কিত হয়ে মুসল্লিরা ছুটোছুটি শুরু করে এবং ময়দানের গেট ও বেঁড়া ভেঙ্গে দৌড় দেয়।


আরো সংবাদ



premium cement
অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ ‘শাটডাউন’ ঘোষণা একুশে বইমেলা নিয়ে করা ফেসবুক পোস্টের বিষয়ে যা বললেন প্রেস সচিব সান্তাহারে ঘুরতে যেয়ে ট্রাকচাপায় ৩ বন্ধু নিহত মধ্যপ্রাচ্যে ইসরাইলের অবস্থান মজবুত করতে বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু জামায়াত নেতারা গলায় ফাঁসির রশি পরেছে কিন্তু পালিয়ে যায়নি : শামসুল ইসলাম রমজানে তেল, চিনি, ছোলা ও খেজুরের কোনো সঙ্কট হবে না : বাণিজ্য উপদেষ্টা উড়ন্ত সালাহর জোড়া গোলে লিভারপুলের জয় সাঈদীবিহীন চট্টগ্রামেরদ ঐতিহাসিক তাফসীর মাহফিল যেমন ছিল চাঁদার দাবিতে কর্মকর্তাকে মারধর, ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি গ্রেফতার বসবাসের পর্যাপ্ত ব্যবস্থা না করেই জুনে শেষ হচ্ছে পূর্বাচল প্রকল্প বাজারে তেল, চিনি, ছোলা ও খেজুরের সঙ্কট নেই : বাণিজ্য উপদেষ্টা

সকল