০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রাত থেকে ফেরি চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রাত থেকে ফেরি চলাচল বন্ধ - ছবি : নয়া দিগন্ত

ঘন কুয়াশার কারণে শনিবার রাত ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

রাতেই এ রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

চলাচল বন্ধের কারণে ঘাটে যানবাহন নিয়ে নোঙর করে আছে ফেরি। দৌলতদিয়া ঘাট প্রান্তে এলাকাজুড়ে যানবাহনের সারি দেখা গেছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীসহ চালকরা। এছাড়াও দৌলতদিয়া ঘাটে ছয়টি ফেরি যানবাহন ও যাত্রীদের নিয়ে পদ্মায় আটকে আছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো: সালাহউদ্দিন জানান, শনিবার রাত সাড়ে ১১টা থেকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। কুয়াশা তীব্র আকার ধারণ করায় চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না।

তিনি আরো জানান, কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে ছয়টি ফেরি যানবাহন নিয়ে আটকে আছে।


আরো সংবাদ



premium cement