০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

গাজীপুরে বাসন থানা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

গ্রেফতার হওয়া মো: আব্দুল বারী - ছবি : নয়া দিগন্ত

গাজীপুর মহানগরীর বাসন থানা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর অবসরপ্রাপ্ত মো: আব্দুল বারীকে (৭৯) গ্রেফতার করেছে বাসন থানার পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত বছর ১২ আগস্ট বাসন থানার একটি মারামারি মামলার ৩১ নম্বর আসামি ছিলেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমেদ জানান, ‘বাসন থানা আওয়ামী লীগের সভাপতি অবসরপ্রাপ্ত প্রফেসর মো: আব্দুল বারী বৈষম্যবিরোধী আন্দোলনে একটি মারামারি মামলার আসামি ছিলেন। খবর পেয়ে শনিবার বিকালে তার বাস ভবন থেকে গ্রেফতার করা হয়েছে। পরে বিকালে তাকে গাজীপুর আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’


আরো সংবাদ



premium cement