সিংগাইরে জুয়েলারি ব্যবসায়ীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
- সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫২
মানিকগঞ্জের সিংগাইরে গোপাল দাস (২৭) নামের এক জুয়েলারি ব্যবসায়ীকে মারধর করে স্বর্ণালংকার, রৌপ্য ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যবসায়ীর বাবা গোকুল দাস শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে থানায় লিখিত অভিযোগ করেছেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের চরচামটা এলাকায় (মিত্তিরচর) রাস্তার ওপর আনন্দবাজারের অদূরে এ ঘটনা ঘটে।
আহত জুয়েলারি ব্যবসায়ী গোপাল দাস উপজেলার হুটের জামির্ত্তা গ্রামের গোকুল দাসের ছেলে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মারধরের শিকার ওই ব্যবসায়ী সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
গোপাল দাস অভিযোগ করে বলেন, শুক্রবার সন্ধ্যায় তার ব্যবসা প্রতিষ্ঠান আনন্দবাজারের অঙ্কিতা জুয়েলার্স থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় পথিমধ্যে চারজন ছিনতাইকারী তাকে গতিরোধ করে। এ সময় তাকে মারধর করে ব্যাগে রাখা ৩৭ ভরি ওজনের স্বর্ণালংকার, ৪০০ ভরি রোপার অলংকার ও নগদ ২ লাখ ২০ হাজার টাকাসহ মোট ৫৭ লাখ ৭০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এ সময় একজনকে চিনতে পারলেও অন্য ছিনতাইকারীদের চিনতে পারেনি বলে ভুক্তভোগী ব্যবসায়ী গোপাল দাস জানান।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, অভিযোগটি শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা