০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১, ১ শাবান ১৪৪৬
`

‘অনির্বাচিত সরকার দিয়ে দেশ বেশি দিন চলতে পারে না’

শোক সভায় কক্তব্য দিচ্ছেন খায়রুল কবির খোকন - ছবি : নয়া দিগন্ত

অনির্বাচিত সরকার দিয়ে দেশ বেশি দিন চলতে পারে না মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘১৭ বছর আন্দোলনের ফসল হলো অন্তর্বর্তী সরকার। এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। এই সরকার আমাদের প্রতিপক্ষ নয়। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দেশে এতো লড়াই সংগ্রাম হয়েছে। হাজার হাজার ছাত্র-জনতা শহীদ হয়েছে। আমরা এই শহীদদের রক্ত বৃথা যেতে দিব না।’

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার পন্ডিতসার উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম অ্যাডভোকেট জামাল শরীফ হিরু স্মতি পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, ‘একটি দেশে বেশি দিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা দিন দিন অবনতি হতে থাকে। আমরা দেখতি পারছি, দেশের আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। এজন্য ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এজন্য দ্রুত নির্বাচন দিতে হবে। গণতন্ত্র ফিরে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘হিরু ভাইয়ের ত্যাগ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। স্বৈরাচারী এরশাদ ও হাসিনা বিরোধী আন্দোলনে হিরু ভাইয়ের অবদান স্মরণীয়। তাই দলীয় নেতা-কর্মীদের হিরু ভাইর মতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের কর্মী হতে হবে।’

এ সময় মরহুম অ্যাডভোকেট জামাল শরীফ হিরুর সহধর্মিনী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামিমা জামাল সাথী হিরুর সভাপতিত্বে শোকসভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু, অ্যাডভোকেট তাহমিনা আওরঙ্গ, কৃষক দলের সহ-সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত এস এম ফয়সাল বক্তব্য দেন।

এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, বিএনপি নেতা মজিবুর রহমান মাদবর, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক আ: জব্বার খান, জেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন সরদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার খান, নড়িয়া পৌরসভা বিএনপির সাবে সভাপতি মমিনুল হক স্বপন মাঝি, নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহবুব বিন হোসাইন সুজনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement