ইজতেমার আখেরি মোনাজাত রোববার, দ্বিতীয় পর্ব শুরু সোমবার
- আজিজুল হক, গাজীপুর মহানগর
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৮
তাবলিগ জামাতের শূরায়ী নেজামের পরিচালনায় অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে। এরপর পরশু সোমবার থেকে শুরু হবে শূরায়ী নেজামের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মোট ছয় দিনের শূরায়ী নেজামের এবারের বিশ্ব ইজতেমা।
এর পর আগামী ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি তাবলীগ জামাতের নিজামুদ্দিন (সা’দ) অনুসারীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের কথা রয়েছে। শূরায়ী নেজামের প্রথম পর্বে ৪২ জেলা ও দ্বিতীয় পর্বে ২২ জেলার মুসল্লিরা অংশগ্রহণ করছেন বলে শনিবার দুপুরে এক প্রেসব্রিফিংয়ে জানানো হয়।
আগামীকাল রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খান। তিনি শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ইজতেমা ময়দানে পুলিশের কন্ট্রোল রুম প্রাঙ্গনে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান। অপরদিকে দুপুরে ইজতেমা ময়দানের বিদেশি কামরায় জেলা প্রশাসনের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষে শূরায়ী নেজামের মুরব্বীরা এক প্রেসব্রিফিংয়ে জানান, সকাল ৯টার মধ্যেই আখেরি মোনাজাত শুরু হবে।
জিএমপি পুলিশ কমিশনার বলেন, ইজতেমাকে নিয়ে যারা বিভ্রান্তি ছড়াতে চায় তারা ব্যর্থ হয়েছে। এ সময় তিনি আগামীকাল আখেরি মোনাজাতকে কেন্দ্র করে যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশের গৃহীত ব্যবস্থা তুলে ধরেন।
তিনি জানান, মোনাজাতের আগে সকাল ৬টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজধানী ঢাকার ৩০০ ফিটের মাথায়, টঙ্গী-আশুলিয়া বাইপাস সড়কের (বেড়িবাঁধ) ধৌর ব্রিজের মাথায় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস মোড় থেকে ইজতেমাগামী সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। ইজতেমা ময়দানের মুসল্লিরা ময়দান ত্যাগ করার পর সড়কগুলো যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে।
তিনি বলেন, শনিবার পর্যন্ত বিশ্ব ইজতেমায় কোনো প্রকার নিরাপত্তা ঝুঁকির শঙ্কাবোধ করা হচ্ছে না। আমরা মুসল্লিদের সম্পূর্ণভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছি। ইজতেমা কর্তৃপক্ষ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়েছে। তারাও নিরাপত্তার দিকটি দেখছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই ইজতেমার প্রথম পর্বটি সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা