শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, তীরে ফিরল ৯ যাত্রী
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৮
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় নয়জন যাত্রী নদীতে পড়ে গেলে পাশের ট্রলার এসে দ্রুত উদ্ধার করে তীরে নিয়ে আসে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ-নবীগঞ্জ খেয়াঘাটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নবীগঞ্জ খেয়া ঘাট থেকে ইঞ্জিন চালিতে একটি নৌকা বন্দর এলাকা থেকে শহরের দিকে হাজীগঞ্জ ঘাট এলাকার দিকে আসার পথে নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এ সময় নারী পুরুষসহ নয়জন যাত্রী নদীতে পড়ে সাঁতরাতে থাকে। এ সময় মাঝ নদী থেকে অন্য একটি ট্রলার তাদের উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসে।
নারায়ণগঞ্জ সদর নৌ থানার পরিদর্শক আমিনুল হক বলেন, ‘দুর্ঘটনায় নয়জন যাত্রী নিয়ে ইঞ্জিন চালিত নৌকাটি বাল্কহেডের ধাক্কায় ভেঙে ডুবে যায়। তবে দ্রুততম সময়ে সব যাত্রীদের উদ্ধার করেছে উপস্থিত খেয়াঘাটের ট্রলার চালকরা। ধাক্কা দেয়া বাল্কহেডটি চিহ্নিত করার চেষ্টা চলছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা