০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১, ১ শাবান ১৪৪৬
`

বিশ্ব ইজতেমায় যৌতুকমুক্ত ৬৩ বিয়ে অনুষ্ঠিত

বিশ্ব ইজতেমায় যৌতুকমুক্ত ৬৩ বিয়ে অনুষ্ঠিত - ছবি : সংগৃহীত

শূরায়ী নেজামের তাবলিগ জামাতের (মাওলানা জুবায়ের অনুসারী) বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। কহর দরিয়াখ্যাত টঙ্গীর তুরাগ পাড়ের বিশ্ব ইজতেমাস্থল এখন দেশ-বিদেশের লাখো মুসল্লির পদচারণায় মুখরিত। টঙ্গীতে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপে ৬৩টি যৌতুকবিহীন বিবাহ সম্পন্ন হয়েছে।

জানা গেছে, বিবাহ পড়িয়েছেন ভারতের মাওলানা যোহাইরুল হাসান সাহেব। বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে তিনি নবদম্পতির জন্য দোয়া করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

এদিকে গতকাল প্রথম পর্বের প্রথম দিন বাদ ফজর থেকে আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এ দিন ইজতেমাস্থলে দেশের বৃহত্তম জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। জুমার নামাজে অংশ নিতে ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলার বহু মানুষ ইজতেমাস্থলে হাজির হন। ময়দানের নির্ধারিত খিত্তার পাশাপাশি তুরাগ নদীর পশ্চিমপাড়ে, ময়দান পার্শ্ববর্তী কামারপাড়া সড়কে ও ফুটপাথে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটপাথে এবং খোলা জায়গায় নামাজ আদায় করেন আগত মুসল্লিরা। এ দিকে বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা তিনজন মুসল্লি গতকাল বিকেল পর্যন্ত মারা গেছেন।


আরো সংবাদ



premium cement