০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১, ১ শাবান ১৪৪৬
`
সাটুরিয়ায় গুণীজনদের সংবর্ধনা

সালেহ আকন ‘দেশের মানিক’, সাহিদুর রহমান ‘বিজনেসম্যান অফ দ্যা ইয়ার’ অ্যাওয়ার্ড পেলেন

আবু সালেহ আকন ‘দেশের মানিক’, সাহিদুর রহমান ‘বিজনেসম্যান অফ দ্যা ইয়ার’ অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। - ছবি : নয়া দিগন্ত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার প্রাচীনতম স্বেচ্ছাসেবী সংগঠন বাছট বৈলতলা পল্লী মঙ্গল সমিতির ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বাছট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমকালো এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন। অনুষ্ঠানের সভাপতি ছিলেন আব্দুর রহমান।

সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আমীর হামজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাভিরা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাহিদুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাবের) সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ, ক্র্যাবের সাবেক সভাপতি ইশারত হোসেন ইশা, কামরুজ্জামান খান, সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার আলম, আলাউদ্দিন আরিফ, আসাদুজ্জামান বিকু, ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহ, ক্র্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, এস এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: আবু সাদেক প্রমুখ। এছাড়া স্থানীয় সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাসান ফয়েজী ছিলেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি।

বাছট বৈলতলা পল্লী মঙ্গল সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান স্বাগত বক্তব্য দেন।

এ সময় সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় আবু সালেহ আকনকে দেশের মানিক-২০২৫ ও জনশক্তি রফতানি খাতে বিশেষ অবদান রাখায় সাহিদুর রহমানকে বিজনেসম্যান অফ দ্যা ইয়ার-২০২৫ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

আগত সব গুণীজনকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী বিশ্বাস, লাভলী শেখ, তানিম স্টেইন, মায়া ইসলাম, নীলা চৌধুরী, আলী তালুকদার ও রাকিব জামান।
ঢাকার ব্ল্যাক বার্চ ইভেন্টের ডিজে স্বর্ণা, ডিজে ফাহাদ ও ডিজে রাহাতের ডিজে পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement

সকল