আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৫
ঘন কুয়াশার কারণে কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নদী পথে ফেরি চলাচল শুরু হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে দুই রুটেই ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক নাসির চৌধুরী জানান, ঘন কুয়াশার কারণে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এর ফলে নদীর উভয় পাশে ১২টি ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এছাড়াও, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।
ফেরি চলাচল বন্ধ থাকার কারণে নদীর মাঝখানে বেশ কিছু ফেরি আটকে পড়ে।
দু’টি ফেরি রুটের উভয়পাশে চার শ’টি পণ্যবাহী ট্রাকসহ পাঁচ শ’টিরও বেশি যানবাহন আটকা পড়েছিল। এর ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ৯টার দিকে দু’টি রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা