০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১, ১ শাবান ১৪৪৬
`

ডাসারে হাত-পা বাঁধা চা বিক্রেতার লাশ উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় মো: আজিজ হাওলাদার (৬০) নামে এক চা বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে উপজেলার ডাসার ইউনিয়নের ১০৭ নম্বর ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মো: আজিজ হাওলাদার উপজেলার ধামুসা গ্রামের মরহুম আবদুল রহিম উদ্দিন হাওলাদারের ছেলে।

স্থানীয় ও স্বজনরা জানায়, আজিজ হাওলাদার ডাসার কাঁঠালতলা বাজারে চায়ের দোকান করতেন। প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে চায়ের দোকান খুলেন এবং রাত ১০টা পর্যন্ত চা বিক্রি করেন। পরে দোকান বন্ধ করে রাতে তিনি আর বাড়ি ফিরেননি। আজ সকালে আজিজ হাওলাদারের স্ত্রী শাহিদা বেগম তার খোঁজে বাড়ি থেকে বের হলে গ্রামের রাস্তার পাশে স্বামীর হাত-পা বাঁধা লাশ দেখতে পান। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আজিজ হাওলাদারের বড় ভাই মো: আব্দুল গণি হাওলাদার বলেন, ‘আমার ভাইকে যারা হাত-পা বেঁধে মারছে। আমি প্রশাসনের কাছে তাদের কঠোর শাস্তির দাবি জানাই।’

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে এবং লাশের সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনার সাথে যারাই জড়িত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement
বিপন্ন প্রাণী রক্ষায় নিষ্ঠুরতা বন্ধ করতে হবে : পরিবেশ উপদেষ্টা বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিতে আসছেন ভারতীয় মুসল্লিরা মায়ের কোল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় অসুস্থ শিশুর মৃত্যু অন্যায় অবিচারের বিরুদ্ধে জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়েছে : মুজিবুর রহমান পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যু : বিচার দাবিতে মানববন্ধন পুতিনের সাথে কথা বলবেন ট্রাম্প পর্দা উঠল অমর একুশে বইমেলার নারী ফুটবল দলের ‘কোচ হটাও’ বিদ্রোহের নেপথ্যে কী রয়েছে? সরকারি প্রকল্প বাস্তবায়নে অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না : মন্ত্রিপরিষদ সচিব ৪১ দফা জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার : হামিদুর রহমান আযাদ নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে হোটেল কর্মচারীর মৃত্যু

সকল