২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১, ২৮ রজব ১৪৪৬
`

সিরাজদিখানে নিখোঁজের ৭ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র রোমানের

নিখোঁজ স্কুলছাত্র রোমান শেখ। - ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজ হওয়ার ৭ দিনেও স্কুলছাত্র রোমান শেখের (১৫) সন্ধান পাওয়া যায়নি। সংসারের অভাব-অনটনের কারণে পড়াশোনার পাশাপাশি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতো রোমান। গত ২১ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ রয়েছে।

নিখোঁজ রোমান জেলার সিরাজদিখান উপজেলার থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট সে। এ অবস্থায় তার পরিবারের দিন কাটছে দুশ্চিন্তায়।

এদিকে গত শনিবার (২৫ জানুয়ারি) সিরাজদীখান থানায় মামলা করেছেন স্কুলছাত্রের বাবা মিরাজ শেখ। পরদিন রোববার পুলিশ দু’জনকে আটক করেছে।

বাবা মিরাজ শেখ জানান, পাশের শ্রীনগর উপজেলার বেলতলী উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে এ বছরের ২১ জানুয়ারি সকালে নবম শ্রেণিতে ভর্তি হয় তার ছেলে। একই দিন দুপুরে অটোরিকশা নিয়ে বের হয় রোমান। এরপর আর বাড়ি ফেরেনি। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।

রোমানের বোন মিতু শেখ বলেন, নিখোঁজের দিন সকালে আমার ভাই স্কুলে ভর্তি হয়েছিল। ওই দিন দুপুরে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়। ভাইকে খুঁজে না পেয়ে আমার মা অসুস্থ হয়ে পড়েছে।

কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু বলেন, অভাবের সংসারে বাবাকে সহযোগিতা করার জন্য পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালাতো রোমান। ছেলে নিখোঁজের ঘটনায় কান্না করছে তার মা-বাবা।

বেলতলী উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ সাঈদুল কাজী বলেন, রোমানের বাবা পেশায় একজন কাঠমিস্ত্রি। অভাবের কারণে সংসারে স্বচ্ছলতার আশায় পড়াশোনার পাশাপাশি নিজে অটোরিকশা চালাতো রোমান। এ নিয়ে আমরা শিক্ষকরাও চিন্তিত আছি।

সিরাজদীখান থানার উপ-পরিদর্শক (এসআই) সাইউল ইসলাম জানান, গত শনিবার দিনগত রাতে নিখোঁজ স্কুলছাত্রের বাবা অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। পরদিন রোববার পুলিশ দু’জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে মামলার তদন্তের স্বার্থে আটক দু’জনের পরিচয় জানানো যাচ্ছে না।

সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান জানান, এ ঘটনায় দু’জন আটক আছে। ছেলেটির সন্ধানে পুলিশ কাজ করছে।


আরো সংবাদ



premium cement