যুবলীগ নেতা মতি ৭ দিনের রিমান্ডে
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ জানুয়ারি ২০২৫, ১৭:০০
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতির বিরুদ্ধে তিন মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সদর থানার একটি হত্যা মামলায় দু’দিন এবং সিদ্ধিরগঞ্জ থানার পৃথক একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় তিন দিন ও দু’দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
মতিউর রহমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মরহুম বাদশা মিয়ার ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক।
তার রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো: কাইউম খান।
এর আগে, গত ১৩ জানুয়ারি ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতিউর রহমান মতি ও তার ছেলে বাবইকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, শামীম ওসমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন মতিউর রহমান। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তিনি নারায়ণগঞ্জ ছাড়েন।