২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১, ২৮ রজব ১৪৪৬
`

ফেসবুকে রক্তাক্ত মেয়ের ভিডিও, স্ট্রোক করলেন বাবা

- ছবি : নয়া দিগন্ত

ফেসবুকে ছড়িয়ে পড়া এক হৃদয়বিদারক ভিডিও দেখে স্ট্রোক করেছেন এক বাবা। ভিডিওটিতে দেখা গেছে, এক কিশোরী রক্তাক্ত মুখে রাস্তায় বসে আছে। মাত্র ২৪ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটি ভাইরাল হওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন মেয়েটির বাবা। ঘটনাটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার। পুলিশ কিশোরীর সন্ধান চালাচ্ছে, তবে রোববার রাত পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

জানা গেছে, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওর মেয়েটির নাম অনন্যা আক্তার (১৫)। সে কাউলীবেড়া ইউনিয়নের উত্তর কাউলীবেড়া গ্রামের মাছ ব্যবসায়ী তারা মিয়ার মেয়ে। সহজ-সরল প্রকৃতির অনন্যা স্থানীয় একটি কওমি মাদরাসার পঞ্চম শ্রেণিতে পড়ে। গত মঙ্গলবার কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে বৃহস্পতিবার ভাঙ্গা থানায় একটি নিখোঁজ ডায়েরি করে।

শনিবার রাতে ভাইরাল হওয়া ভিডিওটি পরিবারের নজরে এলে তারা অনন্যাকে শনাক্ত করে। মেয়ের এমন অবস্থা দেখে বাবা তারা মিয়া সাথে সাথেই স্ট্রোক করেন।

স্থানীয়রা জানায়, অনন্যার বাবা বর্তমানে অসুস্থ অবস্থায় শয্যাশায়ী।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোকছেদুর রহমান জানান, ‘অনন্যা আক্তার নিখোঁজ হওয়ার ঘটনায় গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) একটি অভিযোগ পেয়েছি। ফেসবুকে প্রচারিত ভিডিওটিও আমরা দেখেছি। ভিডিওটি কোথা থেকে ধারণ করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা বিভিন্ন থানায় বার্তা পাঠিয়েছি। অনন্যার সন্ধান পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement