২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

গাজীপুরে ১০ কোটি টাকার বনভূমি উদ্ধার, ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাজীপুরে উচ্ছেদ অভিযান চালিয়ে ১০ কোটি টাকার বনভূমি উদ্ধার করা হয়েছে। - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও জেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ সময় ৩০টি স্থাপনা উচ্ছেদ করে ৩ একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার করা হয়েছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।

রোববার (২৬ জানুয়ারি) ভাওয়াল রেঞ্জের ভবানীপুর এলাকায় দিনব্যাপী এ অভিযান চালানো হয়।

অভিযানে দো’তলা ভবন, দোকানপাটসহ বিভিন্ন আকারের ৩০টি স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। এতে সংরক্ষিত বনভূমির সুরক্ষার পাশাপাশি পরিবেশ রক্ষার লক্ষ্যে একটি বড় পদক্ষেপ নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার, গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস, ভাওয়াল রেঞ্জের রেঞ্জার মাসুদ রানা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সংরক্ষিত বনভূমি দখলের এই প্রবণতা বন্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অভিযান সম্পর্কে সহকারী বন সংরক্ষক মোজাম্মেল হক বলেন, ‘অবৈধ দখলদারদের হাত থেকে বনভূমি রক্ষা করা আমাদের দায়িত্ব। এই অভিযানে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও জেলা প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সফল হয়েছি।’


আরো সংবাদ



premium cement
নওগাঁয় পুকুর থেকে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার ঢাবি ও সাত কলেজের ঘটনা নিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচার নির্বাচন আয়োজন নিয়ে সিইসির বক্তব্যের সাথে একমত বিএনপি : দুদু আ’লীগ নেতা, পুলিশসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারি গাছে আটকেপড়া বিড়ালকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বরিশালের টানা ৫ জয়, কঠিন সমীকরণে খুলনা সিরাজদিখানে নিখোঁজের ৭ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র রোমানের ৪৪তম বিসিএসে ৯০০ প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ পাকিস্তানের হার, টেস্ট চ্যাম্পিয়নশিপের সাতে বাংলাদেশ ‘বাবা বেঁচে নেই, তাই আমাকে আর কেউ চিপস, চকলেট কেনার টাকা দেয় না’ শহীদ জসিমের ছেলে সিয়াম গাজাবাসীকে মিসর-জর্ডানে সরিয়ে নেয়ার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের

সকল